অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান আন্তোনভ আন-২২৫ ‘ম্রিয়া’ রুশ বাহিনীর গোলার আঘাতে ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের অ্যারোনটিকস কোম্পানি ‘আন্তোনভ’ বিমানটি বানিয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় এই কার্গো বিমান কিয়েভের কাছে হস্তমেল বিমানবন্দরে রাশিয়ার গোলার আঘাতে পুড়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন আমলের শেষ দিকে এই বিমান নকশা ও নির্মাণ করা হয়েছিল।
এই উড়োজাহাজ এতই বড় যে রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম উড্ডয়ন যতদূর গিয়েছিল ততদূর পর্যন্ত এই উড়োজাহাজের দৈর্ঘ্য। মূলত স্পেস শাটল পরিবহন করতে এই বিমান বানানো হয়েছিল। তবে গত কয়েক বছর ধরে বিমানটি উড়েনি।
রবিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে এক টুইটে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, “রাশিয়া আমাদের ‘ম্রিয়া’ গুঁড়িয়ে দিয়েছে…।”‘কিন্তু তারা আমাদের শক্তিশালী, স্বাধীন আর গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না কখনোই। জয় আমাদের হবেই’ যোগ করেন তিনি। ইউক্রেনের ভাষায় ‘ম্রিয়া’ অর্থ ‘স্বপ্ন’। তারা আবার এই বিমান তৈরি করার ঘোষণা দিয়েছে।