অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।।যুক্তরাজ্যের সমন্বয়ে ২৬ টি দেশ ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ সশস্ত্র বাহিনী মন্ত্রী জেমস হেপেই।
তিনি বলেছেন, ‘যুক্তরাজ্য এখন সেসব দেশের সঙ্গে কীভাবে এসব সামরিক সহায়তা সরবরাহ করবে এবং ইউক্রেনের হাতে তুলে দেবে, সে বিষয়টি সমন্বয় করবে। ’
বিবিসি রেডিও ফোরের শনিবারের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে কারা কারা সম্মত এ বিষয়ে তেমন কিছু বলেননি তিনি।
জেমস হেপেই বলেন, ‘ক্রেমলিন সম্ভবত ইউক্রেনের কঠিন প্রতিরোধের মুখে পড়ে আলোচনার প্রস্তাব দিয়েছে এবং নিজেদের ক্ষতিপূরণের জন্য ইউক্রেনের ওপর রুশ বাহিনীর ভারী বোমা হামলার ঝুঁকি এখনো রয়েছে। ’
তিনি বলেন, ‘ব্রিটিশ কূটনীতিকরা সুইফট ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফার সিস্টেম থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার বিষয়ে অন্য দেশগুলোকে সম্মত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এটি এমন সিদ্ধান্ত নয় যে যুক্তরাজ্য একাই নিতে পারে, তবে আমাদের অবস্থান পরিষ্কার। ’