অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।।ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় দিন আজ। বাড়ছে দুই দেশের সামরিক ও বেসামরিক নাগরিকদের নিহত ও আহতের সংখ্যা।
পুরো বিশ্বে কেবল এখন একটাই চাওয়া, ‘যুদ্ধ থামাও’। টেনিস তারকা থেকে ফুটবলার— সবার অবস্থান যুদ্ধের বিরুদ্ধে।
ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার নিন্দা করছে অনেকে।তার মধ্যে পোল্যান্ড ঘোষণা দিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের কারণে তারা রাশিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে খেলবে না। প্লে-অফের ম্যাচটি হওয়ার কথা ২৪ মার্চ, মস্কোতে। এমনটাই জানিয়েছে, পোলিশ ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের সভাপতি চিজারি কুলেসেজ বলেন, ‘কোনো কথা নয়, এখন প্রতিক্রিয়া জানানো সময়। ’তিনি জানান, বিশ্ব ফুটবল গভর্নিং বডি ফিফার কাছে এক সাধারণ অবস্থান উপস্থাপনের জন্য চেক ও সুইডিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলছে পোল্যান্ড।পোলিশ ফুটবল ফেডারেশনের এমন সিদ্ধান্ত সমর্থন করেছেন দেশটির তারকা ফুটবলার রবার্ট লেওয়ানদভস্কি। ইউক্রেনের প্রতি মাঠেই সংহতি জানান বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।