অনলাইন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন ‘নিশ্চিত’, ইউক্রেন সরকার উৎখাতের চেষ্টা করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। ব্লিনকেন জানান, উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমান্ত দিয়ে ইউক্রেনের প্রধান শহরগুলো এবং রাজধানী কিয়েভে হামলা চালানো রাশিয়ার পরিকল্পনার অংশ।ব্লিনকেন আরও জানান, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ‘সম্ভাবনা’ ছিল। সেই সঙ্গে তিনি ন্যাটো মিত্রদের রক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সতর্ক করে দিয়ে জানান, ন্যাটোর এক সদস্যকে আক্রমণ মানে ন্যাটোর সব সদস্যকে আক্রমণ।ব্লিনকেন বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমরা ন্যাটোর অঞ্চলের প্রত্যেক ইঞ্চি রক্ষা করব। আমি মনে করি, ইউক্রেনে আক্রমণ চালানো প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এটাই বড় প্রতিরোধক। পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় তবে পুতিনকে লক্ষ্য করে সরাসরি নিষেধাজ্ঞা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন ব্লিনকেন। বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘টেবিলে’ বলে উল্লেখ করেন তিনি।