Ukrainian: রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলের দিকে এগিয়ে আসছে সাঁজোয়া বহর

অনলাইন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। রাজধানীর কেন্দ্রস্থলের দিকে এগিয়ে আসছে সাঁজোয়া বহর।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছেন, ‘শত্রুরা এখন ওবোলোনে পৌঁছে গেছে।’এটি কিয়েভ শহরের কেন্দ্রস্থল, কিয়েভের পার্লামেন্ট থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে।

স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা যেন মলোটভ ককটেল তৈরি করে পাল্টা লড়াই শুরু করে। সেই সঙ্গে অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্যও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম দিক থেকে ট্যাংকবহর নিয়ে রাজধানী কিয়েভ দখলের জন্য এগিয়ে আসছে রাশিয়া।

কিয়েভে থাকা বিবিসির সংবাদদাতারা এর আগে গোলাগুলির শব্দ পাওয়ার তথ্য জানিয়েছিলেন, যদিও সেটা ঠিক কোথায় থেকে আসছে তা পরিষ্কার বুঝতে পারেননি। তারা এখন জানাচ্ছেন, শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।এদিকে আলজাজিরার অ্যান্ডু সিমনস বলছেন, সবদিক থেকেই পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

তিনি বলেন, ‘এখন আর আকাশ থেকে নয় স্থল (অভিযানও)। রাশিয়ার সাঁজোয়া বহর শহরের দিকে এগিয়ে আসছে।’সিমনস বলেন, ‘আমরা যা দেখতে যাচ্ছি- যখন রুশ বাহিনী রাজধানীতে পৌঁছাবে, তখন ভয়াবহ প্রতিরোধ হবে। সর্বত্র ভয়াবহতার আঁচ যে পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?