অনলাইন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। প্রথম টেস্টের দুঃস্বপ্ন ভুলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ৩ উইকেটে ২৩৮ রানে দিন পার করেছে প্রোটিয়ারা।
সফরকারীদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ডিন এলগার ও সারেল এরউই। ২০২০ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ করল প্রোটিয়ারা। তার মধ্যে প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন এরউই। ২২১ বলে ১৪ চারে ১০৮ রান করে ম্যাট হেনরির বলে থামেন তিনি।
তার আগে টিম সাউদি বোল্ড করেন অধিনায়ক এলগারকে (৪১)। টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দুজনে গড়েন ১১১ রানের জুটি। এরপর এইডেন মার্করামের (৪২) সঙ্গে ৮৮ রানের জুটিতে দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়ে বিদায় নেন এরউই। দিনের বাকি সময় সামাল দেন রসি ফন ডার ডাসেন (১৩) ও টেম্বা বাভুমা (২২)।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ২৭৬ রানে হারে দ. আফ্রিকা। প্রথম ইনিংসে ৯৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১১১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক কিউইরা।