অনলাইন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। হলিউড অভিনেতা ও নির্মাতা শন পেন এ মুহূর্তে ইউক্রেনে রয়েছেন। পূর্ব ইউরোপীয় দেশটিতে রাশিয়ার আক্রমণের মাঝে অংশ নিয়েছেন প্রেস কনফারেন্সে এবং রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।
ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয় বলছে, শন পেন ‘রাশিয়ার আগ্রাসনের বিষয়ে বিশ্বকে সত্য জানাতে আমাদের দেশে’ এসেছেন। এ ছাড়া রাষ্ট্রপতির নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার ছবিও প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট অফিস জানায়, ‘এমন সাহস ও সততা প্রদর্শনের জন্য তার কাছে আমাদের দেশ কৃতজ্ঞ’। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাজনৈতিক ক্যারিয়ার শুরুর আগে পেশাদার অভিনেতা ছিলেন। ইনস্টাগ্রামে পেনের সাক্ষাতের ভিডিও শেয়ার করেছেন তিনি।
ভ্যারাইটি জানায়, ভাইস স্টুডিওর হয়ে রাশিয়ান আক্রমণের ওপর একটি ডকুমেন্টারি সম্পূর্ণ করতে ইউক্রেনে উড়ে গেছে শন পেন।ভাইস মিডিয়া গ্রুপের একজন প্রতিনিধি সিএনএনের কাছে প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে স্বীকার করলেও এই প্রকল্পে পেনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেননি। গত নভেম্বরেও ইউক্রেনে সময় কাটিয়েছিলেন শন পেন।
ওই সময় দেশটির সামরিক বাহিনীর একটি ফেসবুক পেজ জানিয়েছিল, পেন সংঘাতের ওপর একটি তথ্যচিত্রে কাজ করছেন। তবে এ বিষয়ের মন্তব্যের জন্য শন পেন পর্যন্ত পৌঁছাতে পারেনি সিএনএন বা ভ্যারাইটি। অভিনেতা-নির্মাতা ছাড়াও চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে খ্যাতি রয়েছে শন পেনের। মিস্ট্রিক রিভার (২০০৩) ও মিল্ক (২০০৮) ছবিতে অভিনয়ের জন্য তার ঝুলিতে দুটি অস্কার পুরস্কার রয়েছে। এ ছাড়া অসংখ্য আলোচিত ছবির সঙ্গে জড়িয়ে আছে শন পেনের নাম।