Development: গ্রাম ও শহরকে সমান গুরুত্ব দিয়ে পরিকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার, বললেন উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৫ ফেব্রুয়ারী।। গ্রামোন্নয়ন দপ্তরের সাতচাঁদ বিভাগের নবনির্মিত দ্বিতল পাকা ভবনের দ্বারোদঘাটন করেন আজ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সাতচাঁদ ব্লক সংলগ্ন স্থানে ফলক উন্মোচন এবং ফিতা কেটে গ্রামোন্নয়ন দপ্তরের সাতচাদ বিভাগের নবনির্মিত দ্বিতল পাকা ভবনের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী।

উদ্বোধকের ভাষণে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। রাজ্যে গ্রাম ও শহরকে সমান গুরুত্ব দিয়ে রাস্তা, পানীয়জল, স্বাস্থ্য, শিক্ষা সহ পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে।

উন্নয়ন যাতে গ্রামে ও পাড়ায় পৌঁছায় তার জন্য গ্রামোন্নয়ন দপ্তরের ২৩টি সাব ডিভিশন অফিস নতুন খোলা হয়েছে। উন্নয়নের দিক থেকে সাব্রুমকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ সাত্তুম হবে আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যের সিংহ দূয়ার।

যারা আস্তাবল ময়দানে দাঁড়িয়ে চিৎকার করছেন কোনও উন্নয়ন হয় নি তাদের মানুষকে ভুল না বুঝিয়ে উন্নয়ন কাজে উৎসাহ দেওয়ার পরামর্শ দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।

অন্যান্যদের মধ্যে বিধায়ক শংকর রায়, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতচাদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অনিল চন্দ্র মজুমদার। গ্রামোন্নয়ন দপ্তরের সাতচাদ বিভাগের দ্বিতল এই পাকাবাড়ি নির্মাণে বায় করা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ টাকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?