Attack: ইউক্রেনের ভূখণ্ডে রুশ সেনার ত্রিমুখী হামলা

অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।।তিন দিক থেকে ইউক্রেনের ভূখণ্ডে ঢুকে পড়েছে রুশ সেনারা। ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণের পর পূর্বাঞ্চলের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিক দিয়ে সীমান্ত অতিক্রম করে রুশ সাঁজোয়া বহর।

দক্ষিণ দিকে ক্রাইমিয়া থেকে ইউক্রেন ভূখণ্ডে রুশ সেনাদের অনুপ্রবেশের ছবি প্রকাশ করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী ডিপিএসইউ। খবর বিবিসি’র।তারা জানায়, প্রথমে গোলাবর্ষণ করা হয়। এরপর রুশ ট্যাংকগুলো সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে প্রবেশ করে।

এছাড়া বেলারুশ সীমান্ত দিয়েও ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী। পূর্বে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল দিয়ে রুশ সাঁজোয়া বহরকে ইউক্রেনে ঢুকতে দেখা যায়। ইতোমধ্যে তারা লুহানস্কের দুটি শহর দখল করে নিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দেশ বেলারুশের সেনারাও রাশিয়ার সেনাদের সঙ্গে অভিযানে যোগ দিচ্ছে। অর্থাৎ ইউক্রেনের উত্তর দিক থেকেও এখন আক্রমণ হচ্ছে।

এদিকে রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর কোনো প্রতিরোধের মুখেই পড়েননি।এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন।

এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, ক্রামাতোরস্কসহ বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কিয়েভে বিমানবন্দর, সামরিক সদরদপ্তর ও সামরিক কমান্ড দপ্তর লক্ষ্য করে ‘ক্রুজ মিসাইল’ হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের দুটি উপকূলীয় শহর ওডেসা ও মারিয়োপল-এ রুশ সেনারা অবতরণ করেছেন বলে ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর ‘হাই প্রেসিশন ওয়েপন বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম অস্ত্র’ দিয়ে হামলা চালিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ওডেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে রাশিয়া বিমান হামলা চালালে ছয়জন মারা যান এবং সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৯ জন। এছাড়া মারিয়োপল শহরে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?