অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। ইউরোপের ফুটবল ছেড়ে গঞ্জালো হিগুয়েন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) যোগ দিয়েছেন অনেকদিন হতে চলল। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের আশা, তার জাতীয় দলের সাবেক সতীর্থ লিওনেল মেসিও একদিন এমএলএসে খেলতে আসবেন।
সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রে সুখী হতে পারবেন মনে করেন হিগুয়েন। মার্কিন ফুটবলে মেসিকে পাওয়ার আশা নিয়ে ফের আশা ব্যক্ত করলেন ইন্টার মিয়ামি তারকা।স্ট্যাটস পারফর্মকে হিগুয়েন বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ লিগ এবং এটা বেড়ে চলেছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আসছে এবং আমি মনে করি, ভবিষ্যতে তা আরও বাড়তে থাকবে। ’
সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড আরও বলেন, ‘আমি আশা করি, মেসি এমএলএস আসবে কারণ এটা এমএলএসের জন্য সুবিধার হবে। সে যদি তেমন ইচ্ছে করে তবে এখানে সে সুখী হতে পারবে। ’
ইউরোপের গত গ্রীষ্ম মৌসুমে বার্সা ছাড়ার পর মিয়ামির সঙ্গে মেসির যোগাযোগ নিয়ে সরগরম ছিল ফুটবল বিশ্ব। সবাই দেখতে বসেছিল, কী হতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এমএলএসে যাওয়া হয়নি মেসির।
আর্জেন্টাইন কিংবদন্তি যোগ দেন পিএসজিতে।এক দশকের বেশি সময় মেসির সঙ্গে জাতীয় দলে খেলেছেন হিগুয়েন।২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের সাবেক তারকা।