অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
বৃহস্পতিবার আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার কাছে যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার এ ঘটনা ঘটেছে।
আর্মি জেনারেল স্টাফ বলেছে, ‘জয়েন্ট ফোর্সেস কমান্ড আজ ২৪ ফেব্রুয়ারি জয়েন্ট ফোর্সেস অপরাশেন এলাকায় আগ্রাসী বাহিনীর পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।’ তবে রাশিয়ার সেনাবাহিনী এই দাবি নাকচ করে দিয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে।
এর আগে এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট পূর্বাঞ্চলে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়েছে।
এতে বলা হয়, রাজধানী কিয়েভের নিকটবর্তী বরিস্পিল বিমানবন্দরসহ কয়েকটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী হামলা মোকাবিলা করে যাচ্ছে বলে এতে জানানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের স্থাপনা ও সীমান্ত রক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
কিয়েভে বিমানবন্দর, সামরিক সদরদপ্তর ও সামরিক কমান্ড দপ্তর লক্ষ্য করে ‘ক্রুজ মিসাইল’ হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে ইউক্রেনের দুটি উপকূলীয় শহর ওডেসা ও মারিয়োপল-এ রুশ সেনারা অবতরণ করেছেন বলে ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর ‘হাই প্রেসিশন ওয়েপন বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম’ অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
রাজধানী কিয়েভ ছাড়াও ক্রামাতোরস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন।এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ, দক্ষিণের ওডেসায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলগরদ-এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। তবে বিস্ফোরণের ধরন নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন।