অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। এই কিছুদিন আগ পর্যন্তও কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন বলে নানা রকম খবর প্রকাশ হচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে ভিন্ন খবরও মিলছে। যা ফরাসি তরুণের রিয়ালে পাড়ি দেওয়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে অনেকটাই।
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এমবাপের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। তবে গত ১ জানুয়ারি থেকেই যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে আলাপ করতে পারছেন এমবাপে।
পিএসজির সাবেক তারকা জেরোম রোথেন বলছেন, এমবাপে প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেন।
‘আমার তথ্য অনুযায়ী, কিলিয়ান এমবাপে এবং পিএসজির সম্পর্কের উন্নতি হয়েছে। ’- আরএমসি রেডিও-তে ‘রোথেন অন ফাইয়ার’ শো-তে এ কথা বলেন রোথেন। সাবেক এই উইঙ্গারের দাবি, ‘আগস্ট পর্যন্ত তার (এমবাপে) চলে যাওয়ার ৯৯ শতাংশ সম্ভাবনা ছিল। তবে এখন বিষয়টায় এমন উন্নতি হয়েছে যে, সেই সম্ভাবনা ৬৫ শতাংশে পৌঁছেছে।
আমাকে আরো বলা হয়েছে যে, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ’ রোথেন বিশ্বাস করেন, পিএসজি যদি চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেয়, তবে সেটা এমবাপের সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলবে।