অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান আইনপ্রণেতা পেত্রো পোরোশেঙ্কো।
বিবিসি জানায়, পার্লামেন্টের বাইরে এমপি’দের সঙ্গে সংকট নিয়ে আলোচনার সময় পুতিন সম্পর্কে এ মন্তব্য করেন তিনি।
পোরোশেঙ্কো ২০১৪-২০১৯ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ‘আজ একটা দুঃখের দিন। তবে ইউক্রেন জিতবেই।’
বৃহস্পতিবার সকালে ইউক্রেনে ‘পুরোদমে’ হামলা শুরু করেছে রাশিয়া। এর আগে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন।
রাশিয়ার সরকারি টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান পুতিন। যেকোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও সতর্ক করেন তিনি।