BJP: বিজেপি কোনো বিদেশ থেকে আমদানি করা দেশবিরোধী বাতিল মতাদর্শের ওপরেও চলে না

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী।। আজ সন্ধ্যায় রাণীরবাজার গীতাঞ্জলি হলঘরে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে জেলাভিত্তিক প্রশিক্ষণের অঙ্গ হিসেবে সদর জেলা (গ্রামীণ) এর কার্যকর্তাদের নিয়ে এক “প্রশিক্ষণ শিবির” অনুষ্ঠিত হয়।

শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, আমাদের ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল।

আমাদের দল কোনো জাতভিত্তিক, প্রাদেশিক বা ধর্মীয় সংগঠন নয়, আমাদের দলের দরজা জাতি ধর্ম-ভাষা নির্বিশেষে সমস্ত ভারতীয়ের জন্য সদা-সর্বদা উন্মুক্ত। এই দলের হয়ে কাজ করতে প্রয়োজন একমাত্র আমাদের দলের দর্শন ও নীতিতে বিশ্বাস। এটি একটি কর্মী তথা কার্যকর্তা নির্ভর দ। যাতে পূর্ণকালীন এবং আংশিককালীন দুই ধরনের কর্মী ও কার্যকর্তাই আছেন।

ভারতীয় জনতা পার্টির একটি লিখিত, স্পষ্ট গঠনতন্ত্র আছে এবং আমাদের পার্টির সমস্ত কাজ সেই অনুযায়ী নিয়ন্ত্রিত হয়।

তিনি আরও বলেন, বিজেপি কোনো বিদেশ থেকে আমদানি করা দেশবিরোধী বাতিল মতাদর্শের ওপরেও চলে না। সেইজন্যই বিজেপি এইসব দল থেকে আলাদা এবং বিজেপিকে বলা হয় ‘পার্টি উইথ এ ডিফারেন্স’।

তিনি দলের সকল কার্যকর্তাদের কাছে আহ্বান রাখেন ত্রিপুরা সহ সারা দেশে অশুভ রাজনৈতিক জোট ও রাষ্ট্র বিরোধী শক্তিকে রুখতে সকলে দলের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে দেশ এবং দলের জন্য কাজ করে চলুন। দল আমার-আপনার কাজের সঠিক মূল্যায়ন করবেই।

আজকের এই প্রশিক্ষণ শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ কার্যালয় সম্পাদক সমরেন্দ্র চন্দ্র দেব,সদর জেলা (গ্রামীণ) এর সভাপতি অসিত রায়, রাজ্য কিষান মোর্চার সাধারণ সম্পাদক রতন কান্ত রায়, রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ সারথী রায় সহ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী দলের বিভিন্ন শাখা-সংগঠনের কার্যকর্তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?