অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। রাশিয়ার ওপর দেওয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞা সারা বিশ্বের বাজারে আঘাত করবে, এর প্রভাব আমেরিকানদের ওপরও পড়বে। এ মন্তব্য যুক্তরাষ্ট্রের রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভের।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, এ সব নিষেধাজ্ঞা মস্কোকে পররাষ্ট্রনীতি পাল্টাতে বাধ্য করতে পারবে না।
আনাতোলি আন্তোনোভ বলেন, সন্দেহ নেই যে, আমাদের ওপর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী আর্থিক ও জ্বালানি বাজারকে ক্ষতিগ্রস্ত করবে। সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রকেও প্রভাবিত করবে, ‘মূল্য বৃদ্ধির পরিণতি ভোগ করবে’ সাধারণ আমেরিকানরা।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে রাশিয়ার প্রভাব তুলনামূলকভাবে কম। তবে প্রেসিডেন্ট জো বাইডেনও স্বীকার করেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির মূল্যের ওপর পড়বে।
বাইডেন বলেন, আমেরিকার জনগণ বোঝে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করা কখনই বিনা মূল্যে হয় না।এর আগে বলেছিলেন, এটি ব্যথাহীন হবে বলে ভান করবো না আমি।
রাশিয়ার ওপর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপান হলেও মূলত গ্যাস ও তেলের জন্য গোটা ইউরোপ নির্ভর করে রাশিয়ার ওপর। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে চাপানো নিষেধাজ্ঞার ফলে ইউরোপে তেলের দাম আকাশ ছোঁয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
করোনা বিধ্বস্ত অর্থনীতিতে তেলের দামের মাত্রাছাড়া বৃদ্ধি হলে সামগ্রিক পরিস্থিতি আরও ভয়াবহ হয় উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
[slickly _ligo _carousel id=”47536″]