Vladimir Putin: দেশের স্বার্থ এবং নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না: পুতিন

অনলাইন ডেস্ক ২৩ ফেব্রুয়ারী ।। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বুধবার একটি ভিডিও বার্তায় বলেছেন যে, তিনি ‘সবচেয়ে কঠিন সমস্যার’ জন্যও সংলাপে রাজি আছেন। কিন্তু দেশের স্বার্থ এবং নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পুতিন বলেন, রাশিয়ার স্বার্থ এবং নিরাপত্তার ইস্যু ‘আলোচনাযোগ্য নয়’।
রাশিয়ার জাতীয় ছুটির দিনে ক্রেমলিন থেকে প্রকাশিত হয় ওই ভিডিও বার্তা।
পুতিন আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক পরিস্থিতি কতটা কঠিন হচ্ছে, বর্তমান চ্যালেঞ্জগুলো কি বিপদ ডেকে আনছে; যেমন অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা বা ন্যাটো ব্লকের সামরিক তৎপরতা’।
পুতিন বলেন, ‘একই সঙ্গে সকল দেশকে নির্ভরযোগ্যভাবে রক্ষা করতে সমান এবং অবিভাজ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য রাশিয়া যে আহ্বান জানিয়েছে তারও কোনো উত্তর দেওয়া হয়নি’।
রাশিয়া ‘সর্বদা প্রত্যক্ষ ও সৎ সংলাপ এবং সবচেয়ে কঠিন সমস্যার কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য জন্য উন্মুক্ত আছে। ‘কিন্তু আমি আবারও বলছি: রাশিয়ার স্বার্থ এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হবেনা, এগুলো আলোচনার যোগ্য নয়’।
দীর্ঘদিন ধরে সীমান্তে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করে রাখার পর ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থি অঞ্চলকে গত সোমবার ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এমনকি স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে সেনা পাঠানোর নির্দেশও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে থেকেই ইউক্রেন সীমান্তে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় দেড় লাখ সেনাসদস্য মোতায়েন রেখেছে প্রতিবেশী রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।
ওদিকে, রাশিয়ার বাইরে বিদেশি ভূখণ্ডে সামরিক বাহিনী ব্যবহারের জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুমোদন দিয়েছে রুশ পার্লামেন্ট। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ পুতিনকে এই অনুমোদন দেয়।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার জন্যই পার্লামেন্টের এই অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এএফপি জানিয়েছে, রাশিয়ার বাইরে বিদেশি ভূখণ্ডে সামরিক বাহিনী ব্যবহারের পক্ষে মঙ্গলবার রুশ পার্লামেন্টর ১৫৩ জন সিনেটর ভোট দেন। প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি এবং কোনো সিনেটরই ভোটদান থেকে বিরত ছিলেন না।

[slickly _ligo _carousel id =”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?