Indian Army: জঙ্গি নিধনে আরও সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় সেনা, ৪৫ দিনে খতম ২৪ জঙ্গি

অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারী।। জঙ্গি নিধনে (J&K) আরও সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় সেনা। পূর্বের তুলনায় জঙ্গি নিকেশের হার বেড়েছে প্রায় ২০০ শতাংশ।

এ বছর পয়লা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জঙ্গির। যার মধ্যে রয়েছে বিদেশি জঙ্গিও। গত বছর এই সময়কালে এই সংখ্যাটা ছিল ৮। বছরের শুরুতে জঙ্গি আক্রমণের রেশ ছিল চোখে পড়ার মতো।

উপত্যকায় টার্গেট করা হয়েছিল সাধারণ গ্রামবাসীদের। জবাবে প্রাণ দিতেও পিছপা হননি জওয়ানরা। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন পাঁচজন নিরাপত্তা রক্ষী। কিন্তু নিহত হননি কোনও সাধারণ মানুষ।

২০২১ সালে ১৯৩ জঙ্গিকে খতম করা হয়েছিল। ২০২০ সালে সংখ্যাটা বেশি ছিল। মৃত্যু হয়েছিল ২৩২ জন জঙ্গির। এক সরকারি আধিকারিকের মতে, ভারতীয় জওয়ানরা সম্প্রতি যে সাফল্য তুলে ধরেছেন তার পিছনে রয়েছে একাধিক কারণ।

নিজেদের মধ্যে যোগাযোগ আরও উন্নত হয়েছে। দুর্গম এলাকার সঙ্গে তুলনামূলক নীচু এলাকার মধ্যে যোগাযোগ বেড়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও চালানো হয়েছে অভিযান।

জানুয়ারির ২৯ তারিখে দুটি পৃথক অভিযানে কাবু করা গিয়েছিল জৈশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবা গোষ্ঠীকে। বদগাম এবং পুলওয়ামা জেলায় এনকাউন্টারে খতম পাঁচ জঙ্গি।

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?