Donald Trump : পুতিনের নির্দেশকে ‘জিনিয়াস’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প

 

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এরপর সেখানে সেনা পাঠানোর নির্দেশও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যারফলে পূর্ব ইউরোপের এই দেশটি নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে ইউক্রেনে রুশ সেনা পাঠানোর বিষয়ে পুতিনের নির্দেশকে ‘জিনিয়াস’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি রিপাবলিকান রেডিওর অনুষ্ঠানে হাজির হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই ইউক্রেনে সামরিক বাহিনী পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়।

জবাবে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘গতকাল টেলিভিশন স্ক্রিনে (ইউক্রেনে রুশ সেনা পাঠানোর) খবরটি দেখলাম এবং আমি বললাম, এটি জিনিয়াস’।

ট্রাম্প আরও বলেন, ‘ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। ওহ, এটি দারুণ। ইউক্রেনের বড় একটি অংশকে পুতিন এখন স্বাধীন বলছেন’।

ট্রাম্প বলেন, ‘এটি কতটা স্মার্ট সিদ্ধান্ত? তিনি (পুতিন) ইউক্রেনের ভেতরে ঢুকবেন এবং সেখানে শান্তিরক্ষী হবেন। এটি সবচেয়ে শক্তিশালী শান্তি বাহিনী … আমরা আমাদের দক্ষিণ সীমান্তে এই কৌশল ব্যবহার করতে পারতাম’।

অন্যদিকে তার উত্তরসুরী ও বর্তমান প্রেসিডেন্টের সমালোচনাও করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘আপনাকে বলতে হবে যে, (ইউক্রেনে সেনা পাঠানোর) এই সিদ্ধান্ত বেশ বুদ্ধিদীপ্ত। আর বাইডেনের পক্ষ থেকে প্রতিক্রিয়া কী ছিল? তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াই দেখানো হয়নি’।

ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থি অঞ্চলকে সোমবার ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো। এমনকি স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে সেনা পাঠানোর নির্দেশও দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অবশ্য এর আগে থেকেই ইউক্রেন সীমান্তে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় দেড় লাখ সেনাসদস্য মোতায়েন রেখেছে প্রতিবেশী রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি।

যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জাপানসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো সংস্থাও।

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?