Blinken: ব্লিনকেন দ্বারা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কারণ হিসেবে ‘রাশিয়া কূটনীতির পথ প্রত্যাখ্যান করেছে’ উল্লেখ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার ইউরোপে বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু মস্কো ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার ব্লিনকেন বৈঠকটি বাতিল করেন।

তিনি বলেন, এখন আমরা দেখছি আক্রমণ শুরু হয়ে গেছে এবং রাশিয়া কূটনীতি পুরোপুরি প্রত্যাখ্যান করার বিষয়টি পরিষ্কার করে দিয়েছে, এই সময়ে ওই বৈঠক নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না। পুতিনের এসব পদক্ষেপকে ‘গভীর উদ্বেগজনক’বলে ‍উল্লেখ করেন তিনি। সঙ্গে বলেন, পুতিন ইউক্রেনকে ‘রাশিয়ার অধীনস্থ’ হিসেবে বিবেচনা করে।

ব্লিনকেন জানান, ‘যদি মস্কোর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়’তবে তিনি এখনো কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ‘আরও খারাপ পরিস্থিতি এড়াতে’ তার পক্ষে যা কিছু সম্ভব করবেন। তিনি বলেন, আমরা রাশিয়াকে একইসঙ্গে সংঘাত ও যুদ্ধের পথে এগিয়ে যাওয়া এবং কূটনীতির ভান করার সুযোগ দেবো না।

ব্লিনকেন জানান, মঙ্গলবার একটি চিঠিতে ল্যাভরভকে বৈঠক বাতিলের কথা জানানো হয়েছে, তবে এর আগে ওয়াশিংটন বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করে নেয়।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দেন এবং ‘শান্তি রক্ষার্থে’ রাশিয়ার সেনাদের ইউক্রেনের পূর্বাঞ্চলে যাওয়ার নির্দেশ দেন। এরপর থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে।

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?