Chittagong: চট্টগ্রামের অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে দলের হাল ধরেছেন আফিফ ও মিরাজ

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় বাংলাদেশ। সেই পরিস্থিতিতে সপ্তম উইকেটে দলের হাল ধরেছেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজ। এই দুজনের দারুণ জুটিতে এখন আশা দেখছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান।বুধবার বেলা ১১টায় শুরু হয় ম্যাচটি।

টস জিতে ব্যাট করতে নামা আফগানরা ৪৯.১ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায়। তবে এই রান নিয়েও স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। বাঁহাতি পেসার ফজলহক ফারুকিই এলোমেলো করে দেন স্বাগতিক ব্যাটিং অর্ডার। তৃতীয় ওভারে দুই ওপেনার লিটন দাস (১) ও তামিম ইকবালকে (৮) তুলে নেন ফজলহক। পঞ্চম ওভারে ফিরে আবারো জোড়া উইকেট শিকার করেন তিনি। এবার তুলে নেন মুশফিকুর রহিম (৩) ও ইয়াসির আলী রাব্বীকে (০)। ইয়াসির অভিষেকে ডাক মারার তেতো স্বাদ পান।ফজলহকের তোপে বাংলাদেশ মাত্র ১৮ রানে ৪ উইকেটে পরিণত হয়।অষ্টম ওভারে বাংলাদেশ আবারো ধাক্কা খায়। এবার সাকিব আল হাসানকে (১০) বোল্ড করেন মুজিব উর রহমান। ১২তম ওভারে মাহমুদউল্লাহকে (৮) গুলবাদিন নাইবের হাতে ক্যাচে পরিণত করেন রশিদ খান।

ফলে দলীয় ৫০ পূরণের আগেই ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পাড়ে টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তুলার দায়িত্ব কাঁধে নেন দুই তরুণ আফিফ ও মিরাজ। ৫৮ বলে ৫০ পূরণ করে এই জুটি। বাংলাদেশ ২১.৬ ওভারে দলীয় ১০০ পূরণ করে। ড্রিংকস বিরতির সময় ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩০/৬। আফিফ ৪৯ ও মিরাজ ৩৮ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য আর ৮৬ রান চাই স্বাগতিকদের। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। অর্থাৎ প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?