European Union: মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

অনলাইন ডেস্ক, 22 ফেব্রুয়ারী।। মিয়ানমারের পরিস্থিতি ক্রমশ গুরুতর হওয়ায় এবং মানবাধিকার লঙ্ঘন ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির মন্ত্রীসহ ঊর্ধ্বতন ২২ ব্যক্তি ও ৪ সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে চতুর্থ দফায় এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে ইইউ।

এতে বলা হয়, যে ২২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে মিয়ানমারের জান্তা সরকারের কয়েকজন মন্ত্রী, জাতীয় প্রশাসনিক কাউন্সিলের একজন সদস্য, জাতীয় নির্বাচন কমিশনের কয়েকজন সদস্য এবং সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারা রয়েছেন।

এছাড়া দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ঘনিষ্ঠ এবং বাহিনীকে সম্পদ অর্জনে সহায়তা করে এমন চারটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। সেগুলো হলো- হুটো গ্রুপ, আইজিই, মাইনিং এন্টারপ্রাইজ ১ ও মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ।

চার দফায় মিয়ানমারের মোট ৬৫ জন ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠানের ওপর ইইউ নিষেধাজ্ঞা আরোপ করলো।

এই তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইইউভুক্ত দেশগুলোতে সম্পদ থাকলে তা জব্দ করা হবে এবং তারা ওইসব দেশের কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো লেনদেন করত পারবে না।

এ ছাড়াও নিষেধাজ্ঞার কারণে তালিকাভুক্ত ব্যক্তিরা ইউরোপিয়ান ইউনিয়ন অঞ্চলে প্রবেশ করতে বা ট্রানজিট নিতে পারবেন না।

গত ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী দেশের নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনার পর সামরিক বাহিনীর হাতে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বেসামরিক লোক নিহত হয়েছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?