Manipur Election: ডবল ইঞ্জিন সরকার থাকার কারণেই উত্তর-পূর্বাঞ্চলের দ্রুত উন্নয়ন হয়েছে, মণিপুরে নির্বাচনী জনসভায় বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারী।। ২৭ মার্চ মনিপুরের প্রথম দফার ভোট গ্রহণ হবে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরে এক নির্বাচনী জনসভায় বললেন, এবারের বিধানসভা নির্বাচন মণিপুরের আগামী ২৫ বছরের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে।

নির্বাচনের পর রাজ্যে বিজেপিই সরকার গঠন করবে বলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন। ইম্ফলের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ডবল ইঞ্জিন সরকার থাকার কারণেই উত্তর-পূর্বাঞ্চলের দ্রুত উন্নয়ন হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির মত মণিপুরেও ব্যাপক উন্নয়ন করেছে ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের গত পাঁচ বছরের বিজেপি সরকার মণিপুরের ২৫ বছরের জন্য ভিত্তি স্থাপন করেছে।

যথারীতি মোদী এদিনের সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করে বলেন, দীর্ঘদিন এই রাজ্যের ক্ষমতা ভোগ করে এসেছে কংগ্রেস। অথচ তাদের আমলে রাজ্যের কোনও উন্নয়নই হয়নি।

কংগ্রেস শুধুই বৈষম্য করে গিয়েছে। মণিপুর বা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের কথা কখনওই ভাবেনি কংগ্রেস। সেই কংগ্রেসের হাত থেকে মুক্তি পেয়েছে মানুষ। মণিপুরের প্রতিটি অঞ্চল বনধ, অবরোধের হাত থেকে মুক্তি পেয়েছে। এতদিন কংগ্রেস মণিপুরকে বনধ ও অবরোধের আঁতুড়ঘর করে রেখেছিল।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস কখনওই উত্তর-পূর্ব ভারতের জনগণের সমস্যা এবং অনুভূতি বোঝার চেষ্টা করেনি। কিন্তু তাঁর সরকার মনে করে যে, ভারতের শ্রীবৃদ্ধির জন্য মণিপুরের বিশেষ ভূমিকা রয়েছে।

কংগ্রেসের সমালোচনা করার পাশাপাশি যথারীতি মোদি নিজের সরকারের কাজগুলি তুলে ধরেছেন। তিনি বলেন, এ রাজ্যের মানুষকে তাঁর সরকার বিনামূল্যে এবং যত্নের সঙ্গে ভ্যাকসিন দিয়েছে।

রাজ্যের প্রতি ১০ জনের মধ্যে ৭ জনকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। এমনকী, মণিপুরের মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন সর্বতোভাবে সাহায্য করেছে তাঁর সরকার।

মণিপুরের মহিলারা বিদেশী শক্তির বিরুদ্ধে সংগ্রামে ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছিলেন। সে কথা মাথায় রেখেই তার সরকার এ রাজ্যের মহিলাদের বিশেষ সম্মান দিয়েছে। যা কংগ্রেস কখনও দেয়নি।
[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?