Gehraiyan: ‘গেহরাইয়াঁ’ মুক্তির পর থেকেই হুমকি পাচ্ছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে তাকে, জানালেন পরিচালক শকুন বাত্রা

অনলাইন ডেস্ক, ২২ ফ্রেব্রুয়ারি।। পরিচালক শকুন বাত্রা জানালেন, ‘গেহরাইয়াঁ’ মুক্তির পর থেকেই হুমকি পাচ্ছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে তাকে। ১১ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতু্র্বেদী, অনন্যা পাণ্ডে, ধৈর্য কারওয়া অভিনীত ‘গেহরাইয়াঁ’।

ছবি নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একপক্ষের বেশ পছন্দ হয়েছে ছবিটি, অন্য পক্ষের আবার তেমন মনে ধরেনি। এই দুই পক্ষের কথাই নিজের সাক্ষাৎকারে জানান পরিচালক। শকুন জানান, ই-মেইলের মাধ্যমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। হুমকিও দেওয়া হয়েছে।

বলা হচ্ছে, ছবি যখন তৈরি করতে পারেন না করেন কেন? অন্য কাজও তো করতে পারেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের এক মনোবিদের প্রতিক্রিয়ার কথাও জানান শকুন। ছবিটি তাকে দু’ভাবে মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে বাধ্য করেছে বলেই নাকি মনোবিদ জানিয়েছেন।

তিনি ছবির এই জটিল মনস্তত্ত্বের প্রশংসা করেছেন বলেও দাবি পরিচালকের। অপ্রচলিত প্রেমের গল্প বলতে ভালোবাসেন পরিচালক শকুন বাত্রা। এর আগে তার ‘এক ম‌্যায় আউর এক তু’, ‘কাপুর অ‌্যান্ড সন্‌স’ তেমন গল্পই সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন। মুখ‌্যচরিত্রদের সম্পর্কের গতিপথ, সমাপ্তি ‘‌হ‌্যাপি এন্ডিং’-এর তথাকথিত সহজ পরিণতির দিকে পৌঁছায়নি।

‘গেহরাইয়াঁ’-র ক্ষেত্রেও সম্পর্কের জটিল সমীকরণের কথা বলেছেন পরিচালক। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল পড়ে যায়। পরকীয়া, প্রেম, দীপিকা-সিদ্ধান্তের ঘনিষ্ঠ দৃশ্য–এই সব মুখ্য আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

মুক্তির পর থেকেও পক্ষ-বিপক্ষের বিতর্ক চলছেই। তবে নিজের ছবি নিয়ে আত্মবিশ্বাসী পরিচালক শকুন। তিনি এ গল্প বলতে পেরে বেশ সন্তুষ্ট বলেও জানান। ছবির বিষয়বস্তু নিয়ে এত চর্চা করার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?