Pakistan: পিএসএল এর মাঝপথেই টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন জেমস ফকনার

অনলাইন ডেস্ক, ২০ ফেব্রুয়ারী।। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথেই টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন জেমস ফকনার। কারণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে চুক্তি অনুযায়ী অর্থ না দেওয়ার অভিযোগ আনেন।

এই অভিযোগের ভিত্তিতে ফকনারের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে মিলে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে পিসিবি। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে পিএসএলে নিষিদ্ধ করেছে সংস্থাটি। একই সঙ্গে জানিয়েছে, ফকনার পাকিস্তান ছাড়ার আগে হোটেল ও বিমানবন্দরে বাজে আচরণ করেছেন। হোটেলের ঝাড়বাতিও নাকি ভেঙেছেন ফকনার!

পিসিবির বিবৃতিতে দাবি করা হয়, একবার ফকনারকে টাকা দেওয়া হলেও তিনি আবার টাকার দাবি করেন। পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘একবার তার (ফকনার) ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হলেও তিনি তার অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে আবার সমপরিমাণ অর্থ পাঠানোর দাবি করেন। এর ফলে তাকে দুইবার অর্থ দিতে হতো।

টাকা না পেলে সে শুক্রবার মুলতান সুলতানসের বিরুদ্ধে নিজের দলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতেও অস্বীকৃতি জানান। ’ ফকনার অনড় থাকায় শুক্রবার তার সঙ্গে পিসিবি আলোচনায় বসে। তাতে লাভের লাভ কিছুই হয়নি। ফকনার কোনোমতেই মাঠে নামতে তো চানইনি, বরং দ্রুত তার পাকিস্তান ছাড়ার ব্যবস্থা করার দাবি জানান।

শনিবার সকালে ফকনার হোটেল ছাড়ার আগে হোটেলের ঝাড়বাতি ক্ষতি করেন বলে দাবি করা হয়েছে পিসিবির পক্ষ থেকে। বলা হয়, ‘শনিবার ফকনার হোটেল ছাড়ার আগে হোটেলের সম্পত্তির ক্ষতি করেন এবং তার জন্য হোটেল ম্যানেজমেন্টকে ক্ষতিপূরণও দিতে হয়েছে।

পিসিবি পরবর্তীকালে ইমিগ্রেশন কর্তাদের মাধ্যমে জানতে পারে বিমানবন্দরেও ফকনার খুব খারাপ ব্যবহার (গালিগালাজ) করেন। ’পিসিবি জানিয়েছে, সব ফ্র্যাঞ্চাইজি মিলে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে পিএসএলে ফকনারকে আর ড্রাফট করা হবে না।
[slickly _ligo _carousel id=”47536″]

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?