অনলাইন ডেস্ক, ২০ ফেব্রুয়ারী।। সোমবার থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যা মামলার গণশুনানি শুরু হল । শুনানি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
হিউম্যান রাইটস ওয়াচ ও গ্লোবাল জাস্টিস সেন্টার রবিবার এ মামলার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে একটি কিউঅ্যান্ডএ (প্রশ্নোত্তর) নথি প্রকাশ করেছে। এতে মিয়ানমারে ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক ক্যুর বিস্তারিত বর্ণনা রয়েছে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ বা দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সংস্থা ২টি জানিয়েছে, এই শুনানি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে অন্তত ১১ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারে সামরিক দমন-পীড়নের ফলে ২০১৭ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা প্রবেশ করে।
শুনানিতে আইসিজের মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে কি না, সে বিষয়ের ওপর মিয়ানমার ও গাম্বিয়ার প্রতিনিধিরা যুক্তি দেবেন। চলমান করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে হাইব্রিড ফর্মেটে শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতের কিছু সদস্য গ্রেট হল অব জাস্টিসে উপস্থিত থেকে এবং বাকিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে কিউঅ্যান্ডএ নথিটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
[slickly _ligo _carousel id=”47536″]