অনলাইন ডেস্ক, ২০ ফেব্রুয়ারী।। ইংলিশ প্রিমিয়ার লিগে নরিচ সিটির বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে লিভারপুল। শনিবার ঘরের মাঠে ৩-১ গোলের জয় পায় লিভারপুল। সুবাদে শিরোপার আশাও জিইয়ে থাকল ইয়ুর্গেন ক্লপের দলের।
এদিন দুই দলের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নরিচ। পরে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় লিভারপুল। গোল তিনটি করেন- সাদিও মানে, মোহামেদ সালাহ ও লুইস দিয়াস।
নরিচের পক্ষে গোলটি মিলো রাশিকার। দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন হাকিম জিয়াশ। ২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল।
সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার নিচে নরিচ সিটি। অন্যদিকে ২৫ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ক্রিস্টাল প্যালেস।
[slickly _ligo _carousel id=”47536″]