অনলাইন ডেস্ক, ২০ ফেব্রুয়ারী।। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। লা লিগার তলানির দল আলাভেসকে তাদেরেই মাঠে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
সেই সঙ্গে লিগের চলতি মৌসুমের তালিকায় ৭ পয়েন্ট এগিয়ে গেল শীর্ষে থাকা রিয়াল। ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। ২০ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আলভেস। প্রথমার্ধে ‘ক্লিয়ার-কাট’ কোনো সুযোগ করতে পারেনি রিয়াল। তাদের ‘ডেডলক’ ভাঙে দ্বিতীয়ার্ধে।
৬৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বল জালে পাঠান মার্কো আসানসিও। পুরো ম্যাচে অসন্তোষ দেখিয়েছে আলভাসের সমর্থকেরা। তাদের সেই অসন্তোষ আরও বাড়িয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র।
৮০তম মিনিটে বেনজেমার দর্শনীয় পাসে দলের ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার তিন মিনিট আগে ভিনিসিয়াসের পাসে বেনজেমার এক শট লাগে গোলপোস্টে। তবে ঠিকই গোলের দেখা পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
অতিরিক্ত মিনিটের শুরুতে স্পট-কিক থেকে গোল করেন বেনজেমা। ডি-বক্সের ভেতর রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল আনচেলত্তির দল।
[slickly _ligo _carousel id=”47536″]