অনলাইন ডেস্ক, ২০ ফেব্রুয়ারী।। করোনাভাইরাসের (কভিড-১৯) অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটের মধ্যেই বিশ্বে করোনায় প্রাণহানি ৫৯ লাখ ছাড়িয়ে গেছে।
একদিন পর বৈশ্বিক সংক্রমণ ছাড়াতে পারে সাড়ে ৪২ কোটির গণ্ডি। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের রবিবার দুপুরের হালনাগাদ তথ্যে এমন চিত্র উঠে এসেছে। দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ৯১ হাজার ৫৪১ জন রোগী শনাক্ত হয়েছেন যা আগের দিনের চেয়ে প্রায় আড়াই লাখ কম। একদিনে আরও ৮ হাজার ৯৩ জন করোনায় মারা গেছেন যা আগের দিনের চেয়ে প্রায় আড়াই হাজার কম। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত করোনা রোগী দাঁড়িয়েছে ৪২ কোটি ৩৮ লাখ ১১ হাজারে।
এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ লাখ ১ হাজার ২৬৩ জন। এদিকে করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগী ৮ কোটি ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৫৯ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে রাশিয়ায়।
দেশটিতে একদিনে ১ লাখ ৭৯ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭৯৮ জন। এছাড়া জার্মানি, ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ায় একদিনে এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছেন।
[slickly _ligo _carousel id=”47536″]