CM Biplab: যুব সম্প্রদায়কে নেশার সংস্পর্শ থেকে মুক্ত রাখার অন্যতম মাধ্যম খেলার মাঠ, বললেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সনামুড়া, ২০ ফেব্রুয়ারী।। যুব সম্প্রদায়কে নেশার সংস্পর্শ থেকে মুক্ত রাখার অন্যতম মাধ্যম খেলার মাঠ। খুব সম্প্রদায়কে আরও বেশি করে খেলাধুলার সাথে যুক্ত করতে পারলেই নেশা মুক্ত ত্রিপুরা গঠনের কাজ সহজ হবে।

এই লক্ষ্যেই প্রতি জেলায় স্টেডিয়াম নির্মাণ ও উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ সোনামুড়া প্রিমিয়ার লীগ কমিটি আয়োজিত টি-২০ এসপিএল টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শান্তির প্রতীক হিসেবে মুখ্যমন্ত্রী সাদা পায়ড়া উড়িয়ে দেন। তিনি তারপর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিষিদ্ধ নেশা দ্রব্য ব্যবহার এবং এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নেশার বিরুদ্ধে আপোষহীন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। ত্রিপুরার মাটিতে নেশা কারবারি এবং নিষিদ্ধ নেশাদ্রব্যের কোনও স্থান নেই। বিষয়টিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না।

নেশার কেবলে পড়ে একদিকে যেমন খুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধ্বংস হয়, তেমনি নানান কায়দায় এই নেশাদ্রব্য গ্রহণ করতে গিয়ে এইচআইডিও সংক্রমিত হয়। তিনি বলেন, নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের এই দৃঢ়তার ফলেই প্রতিদিন সাফল্য আসছে। সারা রাজ্যেই ক্রীড়া পরিকাঠামোর উন্নতি ও সম্প্রসারণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। প্রতি জেলায় ফুটবল স্টেডিয়াম নির্মাণ সহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে মহিলাদের অগ্রণী ভূমিকা নিতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, শহর থেকে প্রান্তিক এলাকা সর্বত্র উন্নয়ন প্রতিফলিত হচ্ছে। হাইওয়ের পাশাপাশি প্রতিটি গ্রাম পেভার ব্লক সহ অন্যান্য সড়কে যুক্ত হচ্ছে। উন্নয়নের প্রশ্নে একসময় উপেক্ষিত উত্তর-পূর্বাঞ্চল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিকতায় বিকাশের নতুন দিশা পেয়েছে।

বিগত দিনে রাজ্যে বেড়ে উঠা নেশা কারবারে লাগাম টানতে বর্তমান রাজ্য সরকার দৃঢ়তার সাথে কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মানিক সাহা বলেন, সোনামুড়া অঞ্চলের খেলোয়াড়রা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নজির স্থাপন করেছেন।

তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় আঙ্গিনায় নিজেদের জায়গা করে নিয়েছেন। রাজ্যের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, মেলাঘর পুরপরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি প্রমুখ।

[slickly _ligo _carousel id=”47536″]

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?