Workshop: ২১-২৩ ফেব্রুয়ারি আগরতলায় এডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কর্মশালা

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী।। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীন ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট (পূর্বাঞ্চল) এবং পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এন্ড রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন যৌথভাবে এডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এ এম আই) এবং এ টি এন্ড সি সংক্রান্ত ক্ষতির পরিমাণ কমাতে এ এম আই-এর ভূমিকা বিষয়ে আগরতলায় একটি তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে চলেছে।

২১-২৩ ফেব্রুয়ারি, ২০২২ টিএসইসিএল-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য টিএসইসিএল বিভিন্ন সার্কেলের ৪ জন ইঞ্জিনিয়ারকে নির্বাচিত করেছে। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন অর্থ বিভাগের অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা।

প্রশিক্ষণের অঙ্গ হিসেবে ভারত সরকারের আরডিএসএস প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। বিশেষজ্ঞরা এবিষয়ে আলোচনা করবেন এবং মত বিনিময়ও করবেন অংশগ্রহণকারীদের সাথে।

সম্প্রতি অর্থবিষয়ক ক্যাবিনেট কমিটি একটি সংস্কারমূলক ও সমাধানমূলক পুনর্গঠিত বণ্টন প্রকল্প অনুমোদন করে। প্রকল্পটির মোট আর্থিক মূল্য হচ্ছে ৩০৩ লক্ষ কোটি টাকা। তার মধ্যে কেন্দ্রীয় অংশীদারিত্ব থাকবে ৯৭,৬৩১ কোটি টাকা।

ডিসকম এর পরিচালনগত উন্নয়ন এবং আর্থিক স্থায়ীত্বের জন্যই এই প্রকল্প। এই প্রকল্পে বিদ্যুৎ বণ্টনকারী কোম্পানীগুলির কাছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে মজবুত করার জন্য শর্তসাপেক্ষে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিদ্যুৎ ক্ষেত্রে বর্তমান সমস্ত সংস্কারমূলক প্রকল্প যেমন ইন্টেগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিম, দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা এবং প্রধানমন্ত্রী সহজ বিজলী হর ঘর যোজনা এই কর্মসূচিতে মিশে যাবে। এই প্রকল্প ২০২৫-২৬ পর্যন্ত চালু থাকবে।

সারা ভারতে ২০২৪-২৫ এর মধ্যে এটি এন্ড সি সংক্রান্ত ক্ষতির পরিমাণ ১২-১৫ শতাংশ হ্রাস করা, এই সময়ের মধ্যে আয় ব্যয়ের পার্থক্য শূন্যতে নিয়ে আসা এবং আধুনিক ডিসকম-এর জন্য প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ইত্যাদির উদ্দেশ্যে এই প্রকল্প রূপায়ণ করা হবে।

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?