অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। জম্মু-কাশ্মীরে (J&K) ফের গুলির লড়াই। এনকাউন্টারে খতম এক জঙ্গি। শহীদ হয়েছে ২ জওয়ান। খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
জানা গিয়েছে, গোপন সূত্রে উপত্যকায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরেছিলেন ভারতের নিরাপত্তা রক্ষীরা। এরপরেই প্রস্তুত করা হয়েছিল পরিকল্পনা। দ্রুততার সঙ্গে চালানো হয়েছিল অভিযান।
সোপিয়ানে শুরু হয় জঙ্গি এবং নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই। পুলিশও সামিল হয়েছিলেন এই সংঘর্ষে। এনকাউন্টারের সময় প্রাণ হারিয়েছেন দুই জওয়ান। সন্তোষ যাদব এবং রমিত চৌহান নামের দুই জওয়ান শহীদ হয়েছেন বলে খবর।
ঘটনস্থলে আহত হয়েছিলেন তাঁরা। পরে নিয়ে যাওয়া হয় শ্রীনগরের আর্মি নিজ হসপিটালে। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেছেন।
শনিবার সকালে কাশ্মীর জোনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘সোপিয়ান জেলার চারমার্গ জিয়ানপোরা এলাকায় শুরু হয়েছে গুলির লড়াই। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী যৌথভাবে রয়েছে অভিযানে।’
[slickly _ligo _carousel id=”47536″]