Ukraine: পূর্ব ইউক্রেনের আন্তর্জাতিক তেল পাইপলাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে

 

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই শুক্রবার পূর্ব ইউক্রেনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরের মধ্য দিয়ে যাওয়া আন্তর্জাতিক তেল পাইপলাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরেকটি বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের পাওয়া ছবিতে রাতের আকাশে আগুনের গোলা দেখা যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী শহর লুগানর দ্রুজবা পাইপলাইনে বিস্ফোরণ ঘটে।

সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা যাচ্ছে ,একটি উজ্জ্বল কমলা রঙের আগুনের গোলা রাতের আকাশে আলোকিত করছে। পাইপলাইনে আঘাত হানার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে লুগানস্কে দ্বিতীয় বিস্ফোরণের খবর দিয়েছে আরআইএ।

রাশিয়া থেকে দ্রুজবা পাইপলাইন পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন পয়েন্টে চলে গেছে। বিস্ফোরণের কারণ এখনো অস্পষ্ট হলেও রাশিয়া-ইউক্রেনের মধ্যকার উত্তেজনার পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা দ্বিগুণ করেছে।

তবে লুগানস্ক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্ত একটি সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট বলেছে, দ্বিতীয় বিস্ফোরণটি শহরের উপকণ্ঠে একটি পেট্রল স্টেশনে আঘাত হানে। উভয় বিস্ফোরণে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এ দিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে তিনি নিশ্চিত। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, শিগগিরই ভুয়া অজুহাত তুলে ভ্লাদিমির পুতিন আক্রমণ করবেন। যদিও বরাবরের মতো মস্কো বলছে, আক্রমণের কোনো পরিকল্পনা নেই তাদের।

 

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?