অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। চোখ রাঙাতে থাকা হার এড়াতে হলে অলৌকিক কিছু করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু নিউজিল্যান্ড পেসারদের সামনে নাস্তানাবুদ প্রোটিয়া ব্যাটাররা তৃতীয় দিনে টিকতে পারল মাত্র আড়াই ঘণ্টা।
৩৫৩ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ১১১ রানেই। এর আগে প্রথম ইনিংসে তারা ৯৫ রানে গুটিয়ে লজ্জার রেকর্ড গড়েছিল।
প্রোটিয়াদের ‘গলির দল’ বানিয়ে ইনিংস ও ২৭৬ রানের ঐতিহাসিক জয় পেয়েছে কিউইরা। ১৮ বছর পর টেস্টে দ. আফ্রিকাকে হারাল নিউজিল্যান্ড। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে তারা সর্বশেষ জয় পেয়েছিল ২০০৪ সালে, অকল্যান্ডে।
ক্রাইস্টচার্চে যদি দ্বিতীয় ও শেষ টেস্টটিও স্বাগতিকেরা জেতে তবে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে নিউজিল্যান্ড। টেস্টে দু’দলের ৪৬ সাক্ষাতে কিউইদের এটি পঞ্চম জয়। অন্যদিকে দ. আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার।
৩ উইকেটে ৩৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল সফরকারীরা। টেম্বা বাভুমা (৪০) ও উইকেটরক্ষক কাইল ভেরেন্নি (৩০) যা একটু লড়াই করতে পেরেছে কিউই বোলারদের সামনে।
তৃতীয় ইনিংসে ৩৫ রান দিয়ে টিম সাউদি একাই নিলেন ৫ উইকেট। এ নিয়ে টেস্টে ১৪তম ফাইফারের মালিক হলেন তিনি। সেই সঙ্গে ২০২ উইকেট নিয়ে কিউইদের হয়ে ঘরের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাউদি।
২০১ উইকেট নিয়ে আগের রেকর্ডটি ছিল স্যার রিচার্ড হ্যাডলির। আগেরদিন হেনরি নিকোলসের অষ্টম টেস্ট সেঞ্চুরি ও টম ব্লান্ডেলের ৯৫ রানের সুবাদে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড।
৪৮২ রানে থামে তাদের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনের শেষ সময়ে তৃতীয় ইনিংস শুরু করে টপ-অর্ডারের তিন উইকেট হারালে ইনিংস ব্যবধানে হার চোখ রাঙাতে থাকে দ. আফ্রিকাকে। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ সেরা হয়েছেন ম্যাট হেনরি।
প্রোটিয়াদের প্রথম ইনিংসে ২৩ রানে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়ার পর দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ২ উইকেট নিয়েছেন এই পেসার। তার মধ্যে প্রথম ইনিংসে ১১তম হিসেবে নেমে ব্যাট হাতে ওয়ানডে মেজাজে ৫৮ রানের অপরাজিত ইনিংসও খেলেন ক্রাইস্টচার্চের এই বাসিন্দা।