Onion Price: মধ্যবিত্তের পকেট বাঁচিয়ে বাজারে পেঁয়াজের দামকমাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। পেঁয়াজের দাম (Onion Price) কমাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মধ্যবিত্তের পকেট বাঁচিয়ে বাজারে সুলভে বজায় পেঁয়াজ পাওয়া যায় সে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। বেঁধে দেওয়া হতে পারে দাম।

উপভোক্তা বিষয়ক মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বাজারে পেঁয়াজের জোগান বাড়াতে মহারাষ্ট্রের লাসালগাঁও ও পিম্পলগাঁও পাইকারি মান্ডিগুলোতেও পেঁয়াজের বাফার স্টক জারি করা হচ্ছে।

স্টোরেজ ছাড়া অন্যান্য জায়গায় রাজ্যগুলোকে প্রতি কেজি ২১ টাকা দরে পেঁয়াজ দেওয়া হয়েছে। মাদার ডেয়ারির আউটলেটে পরিবহণ খরচ-সহ ২৬ টাকা কেজি দরে এই সবজি সরবরাহ করা হয়েছে।

মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে খুচরো পেঁয়াজের দাম বেড়েছে। দিল্লি ও চেন্নাইয়ে পেঁয়াজের দাম ছিল ৩৭ টাকা কেজি, মুম্বইয়ে ৩৯ টাকা এবং কলকাতায় ৪৩ টাকা প্রতি কেজি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেরিতে ফলনশীল খারিফ (গ্রীষ্মকালীন) পেঁয়াজের আগমন স্থিতিশীল রয়েছে। এবং ২০২২ সালের মার্চ থেকে রবি (শীতকালীন) ফসলের আগমন পর্যন্ত স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

পেঁয়াজের দাম কমানোর জন্য রাজ্য স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। অন্ধ্র প্রদেশ, আসাম, উড়িষ্যা, তামিলনাড়ু, তেলঙ্গানা ও পশ্চিমবঙ্গ এই তালিকায় রয়েছে।

 

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?