Manipur: মণিপুরে প্রথম দফা ভোটে দাঁড়ানো ২১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা

 

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। একদিকে যখন বিধানসভা ভোটকে কেন্দ্র করে সরগরম মণিপুর (Manipur Election), তখনই প্রকাশ্যে এল সাড়া ফেলে দেওয়ার মতো তথ্য।

জানা গিয়েছে, প্রথম দফা ভোটে দাঁড়ানো ২১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর একটি বিশ্লেষণ অনুযায়ী, মণিপুরের রাজনৈতিক দলগুলি অর্থশক্তি এবং অপরাধমূলক পটভূমির প্রার্থীদের প্রচার করেছে বলে মনে হচ্ছে।

সবার প্রথমে রয়েছে বিজেপি। রিপোর্ট অনুযায়ী, বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে এবং জেডি (ইউ) বিজেপির পরেই রয়েছে।.

মণিপুরে প্রথম দফার নির্বাচনের জন্য ১৭৩ জন প্রার্থীর মধ্যে কমপক্ষে ২১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। শুধু তাই নয়, তাদের মধ্যে ১৬ শতাংশের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

এডিআর আরও বলেছে যে মণিপুরের প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অর্ধেকেরও বেশি প্রার্থী কোটিপতি। প্রধান দলগুলির মধ্যে, বিজেপি থেকে বিশ্লেষণ করা ৩৮ জন প্রার্থীর মধ্যে ১১ (২৯%), জেডি (ইউ) থেকে বিশ্লেষণ করা ২৮ জন প্রার্থীর মধ্যে ৭ (২৫%), আইএনসি থেকে বিশ্লেষণ করা ৩৫ জন প্রার্থীর মধ্যে ৮ জন (২৩%) এবং এনপিপি থেকে বিশ্লেষণ করা ২৭ জন প্রার্থীর মধ্যে ৩ জন (১১%) তাদের হলফনামায় নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন।

 

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?