অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। কিলিয়ান এমবাপেকে কোনোভাবেই হারাতে চায় না পিএসজি। তাই এরই মধ্যে এই তারকাকে ‘রেকর্ড ভাঙা’ চুক্তি প্রস্তাব করেছে ফরাসি ক্লাবটি। পিএসজির সঙ্গে এমবাপের বর্তমান চুক্তি শেষ হতে মাত্র ৪ মাস বাকি।
প্যারিসের ক্লাবটি ২৩ বছর বয়সী এমবাপেকে নতুন যে চুক্তি প্রস্তাব করেছে, তাতে তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলারে পরিণত হবেন। ইন্ডিপেনডেন্টের খবর অনুযায়ী, অঙ্কটা প্রায় এক মিলিয়ন ইউরো।
অঙ্কটা এমন যে, এমবাপের ওপর চোখ রাখা রিয়াল মাদ্রিদসহ কোনো ক্লাবই এই খরচ করতে সক্ষম হবে না।পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছেন, এমবাপে গত বছর খুবই লাভজনক একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল এবং তিনি ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
এমবাপে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। বিশেষ করে পিএসজি ও রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়নস লিগে একে অপরের প্রতিপক্ষ, তখন এ বিষয়ে একেবারেই চুপ এমবাপে।
গত মঙ্গলবার প্রথম লেগে এমবাপের গোলেই রিয়ালকে হারিয়েছে পিএসজি। রিয়াল মাদ্রিদ অবশ্য আত্মবিশ্বাসী, আসছে মৌসুমে এমবাপে তাদের হয়ে খেলবেন। তবে পিএসজিও ফরাসি তারকাকে সহজে যেতে দিতে রাজি নয়। সব মিলে এমবাপের দল বদলের আলোচনায় নতুন গল্পই যোগ হচ্ছে বলা চলে!