অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। প্রথমার্ধের শুরুতে এগিয়ে থেকেও তুরিন ডার্বিতে জিততে পারেনি জুভেন্টাস। নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
ঘরের মাঠে ১৩তম মিনিটে এগিয়ে যায় জুভরা। হুয়ান কুয়াদ্রাদোর কর্নার কিক থেকে হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার মাথ্যিস ডি লিট। তার দুই মিনিট আগেই এগিয়ে যেতে পারত তুরিনের বুড়ি।
ডেনিস জাকারিয়ার কাছ থেকে বল পেয়ে মাঝমাঠ থেকে ছুটে যান আন্দ্রে র্যাবিয়ট। কিন্তু ফরাসি মিডফিল্ডারের নিচু শট চলে যায় প্রতিপক্ষের গোলপোস্ট ঘেঁষে।
বিরতির পর সমতায় ফেরে তোরিনো। ৬২তম মিনিটে ব্রেকালোর ক্রসে গোলপোস্টের সামনে দাঁড়ানো আন্দ্রে বেলোত্তি চমৎকার হাফ ভলিতে বল জালে পাঠান। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি জুভেন্টাস।
এ নিয়ে লিগে টানা দুই ম্যাচ ড্র করল তারা। সিরি’আর চলতি মৌসুমের তালিকায় ২৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যালেগ্রির দল। যেখানে শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্ট। ২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দশে তোরিনো।