অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন সার্জিও আগুয়েরো। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
মেসি চলে যান পিএসজিতে আর হৃদ্যন্ত্রের সমস্যার কারণে ৩৩ বছর বয়সে অবসর নিতে বাধ্য হন আগুয়েরো। যার কারণে আগামী বিশ্বকাপে খেলাও বিসর্জন দিতে হয়েছে তাকে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় আছেন আগুয়েরো।
অবশ্য খেলোয়াড় হিসেবে নয়, কোচিং স্টাফের সদস্য হিসেবে। এমন ইঙ্গিতই দিলেন সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড। আগুয়েরো জানিয়েছেন, অবসর নিলেও মধ্য নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে লা আলবিসেলেস্তেদের কোচিং দলের সদস্য হয়ে মেসিদের সঙ্গে থাকতে পারেন তিনি।
রেডিও ১০-কে আগুয়েরো বলেন, ‘আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি। এই সপ্তাহে আমরা এক মিটিংয়ে বসব। আমি সেখানে থাকতে চাই। কোচিং স্টাফে যোগ দেওয়ার পরিকল্পনা আছে। এই ব্যাপারে আমি স্কালোনি ও চিকি তাপিয়ার সঙ্গে কথা বলেছি। আমাদের এটা চেষ্টা করতে হবে। ’
[slickly _ligo _carousel id=”47536″]