অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাংনিক জানিয়েছেন, দলের অধিনায়কত্ব নিয়ে হ্যারি ম্যাগুয়ার ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সম্পর্কে ফাটল সত্য নয়। এমন প্রতিবেদনকে ‘একেবারে বাজে’ বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইংলিশ গণমাধ্যম এক সংবাদ প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে ক্লাবের নেতৃত্ব নিয়ে ‘ক্ষমতা যুদ্ধে জড়িয়ে পড়েছেন’ ম্যাগুয়ার-রোনালদো। তবে রাংনিক এমন গল্পকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, যা লেখা হয়েছে তাতে তিনি হতাশ নন।
বিষয়টি মিথ্যে দাবি করে তিনি জানান, ‘কারণ আমি জানি এটা সত্য নয়’। জার্মান কোচ আরও বলেন, ‘বিষয়টা একেবারে বাজে। আমি কখনো খেলোয়াড়দের অধিনায়কত্ব নিয়ে কিছু বলিনি। এটা কখনো আমার ইস্যু নয়।
হ্যারি আমাদের অধিনায়ক এবং সে আমাদের অধিনায়ক থাকবে। দুই বছর আগে ওল্ড ট্রাফোর্ডের সাবেক কোচ ওলে গানার সুলশার ম্যাগুয়ারের হাতে রেড ডেভিলদের নেতৃত্ব তুলে দেন।
তবে ওই প্রতিবেদনে জানানো হয়, ইংলিশ ডিফেন্ডারের অধিনায়কত্বকে অবমূল্যায়ন করেছেন রোনালদো। উল্লেখ্য, এক যুগ পর গত বছর জুভেন্টাস ছেড়ে ইউনাইটেডে ফেরেন ৩৭ বছর বয়সী তারকা। মাঝখানে মাদ্রিদ ও তুরিনে ছিলেন পর্তুগিজ উইঙ্গার।