অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার মনে করেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে ফিরিয়ে এনে ভুল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
চলতি মৌসুমে রেড ডেভিলদের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার। তবে এখনো তালিকার সেরা চারে থাকা নিয়ে লড়াই করতে হচ্ছে ইউনাইটেডকে। এর জন্য সিআর সেভেনকে দোষারোপ করছেন ক্যারাঘার।
সম্প্রতি দ্য টেলিগ্রাফের এক কলামে সাবেক ইংলিশ ডিফেন্ডার লেখেন, ‘গত গ্রীষ্মে রোনাদোর সঙ্গে ফের চুক্তি করে ভুল করেছে ইউনাইটেড। পরের মৌসুমে তাকে রাখা হবে আরও বড় ভুল।’
ক্যারিয়ারের পুরো সময় অ্যানফিল্ডে কাটানো ক্যারাঘার আরও লেখেন, ‘২০২০/২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২১ গোল করেছিল ইউনাইটেড। যা ১৪ বছরের মধ্যে তাদের সর্বোচ্চ গোল।
এর কারণ, এখনকার সমন্বয়ের চেয়ে তারা আরও ভারসাম্যপূর্ণ ছিল।’ গত বছরের ট্রান্সফার মৌসুমে জুভেন্টাস ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে ফেরেন রোনালদো। তবে ইউনাইটেডকে শিরোপা লড়াইয়ে ফেরাতে পারেননি তিনি।
তার মধ্যে নতুন খবর, দলের নেতৃত্ব নিয়ে হ্যারি ম্যাগুয়ার-রোনালদোর সম্পর্কে নাকি ফাটল দেখা দিয়েছে। অবশ্য বিষয়টি সত্য নয় জানিয়েছেন কোচ রাল্ফ রাংনিক।
এদিকে, ইউনাইটেডের ভেতরকার পরিস্থিতি ঠান্ডা রাখতে ক্যারাঘারের উপদেশ, ‘যখন ৩৭ বছর বয়সী তারকাকে কোচ বের করে দেবেন, তখন কোনো গোলমাল হওয়া উচিত নয়।’