Brazil: ব্রাজিলের পেট্রোপলিস শহরে বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখনো পর্যন্ত ১৩৬ জনের মরদেহ উদ্ধার

 

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। রাজিলের পেট্রোপলিস শহরে বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখনো পর্যন্ত ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাদামাটিতে তলিয়ে যাওয়া লোকদের উদ্ধারে শুক্রবারও কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রাখে।

দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো এই ঘটনাকে ‘যুদ্ধ দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছেন। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, রাজধানী রিও ডি জেনিরো থেকে প্রায় ৬০ কিলোমিটার  উত্তরে মনোরম এই পর্যটন শহর থেকে এ পর্যন্ত ১৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিন দিন পর নিখোঁজ লোকদের  বেঁচে থাকার আশাও দ্রুত ক্ষীণ হয়ে আসছে। মেট্রোপলিসের মেয়র রুবেনস বোমটেম্পো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এত সময় পার হয়েছে যে, এখন কাউকে জীবিত পাওয়া কঠিন।

রিও ডি জেনিরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো বলেছেন, ১৯৩২ সালের পর এই প্রবল মৌসুমী বৃষ্টিপাতে গত মঙ্গলবার শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়, এতে বাড়ি, গাড়ি এবং গাছপালা ভাসিয়ে নিয়ে যায়। শুক্রবার বলসোনারো হেলিকপ্টারে করে মেট্রোপলিসের অবস্থা দেখে সাংবাদিকদের বলেন, ‘আমরা যুদ্ধের দৃশ্যের মতো ব্যাপক ধ্বংস দেখছি।’

রাশিয়া ও হাঙ্গেরি সফর শেষে বলসোনারো সরাসরি পেট্রোপলিসে যান। কর্মকর্তারা শুক্রবার গভীর রাতে বলেছেন, ২১৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ৫৭ জন উদ্ধার করা লাশের মধ্যে থাকতে পারেন। প্রায় তিন লাখ লোক অধ্যুষিত পেট্রোপলিসে শুক্রবার সকালে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আবারও সতর্ক ঘণ্টা বাজানো হয়।

 

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?