7th Pay Commission: আঠারো মাসের মহার্ঘ ভাতা একসঙ্গে পেতে চলেছেন সরকারী কর্মচারীরা

 

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। আঠারো মাসের ভাতা একসঙ্গে পেতে চলেছেন সরকারী কর্মচারীরা (7th Pay Commission)। সূত্র উদ্ধৃত করে এমনটা দাবি করা হয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে।

দেড় বছরের বকেয়া ডিএ (DA) দেওয়া হতে পারে একেবারে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা না করা হলেও অনেকে মনে করছেন ডিএ সম্পর্কিত সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে দিল্লি।

ঘোষণা করা শুধু বাকি। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সরকারের ওপর লাগাতার চাপ বৃদ্ধি করেছিলেন সরকারী কর্মীরা। জানুয়ারি ২০২০ থেকে ২০২১ এর জুন মাসের ভাতা মিটিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল কেন্দ্রের ওপর।

মনে করা হচ্ছে বকেয়া ডিএ প্রসঙ্গে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার। ঘোষণা হতে পারে শীঘ্রই। এ বছর জানুয়ারির শেষের দিকেও মিলেছিল ইতিবাচক রিপোর্ট। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিষয়টি আলোচনায় বসতে চলেছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছিল যে গ্রেড- ১ কর্মীদের ডিএ বকেয়া ১১ হাজার ৮৮০ টাকা থেকে ৩৭,৫৫৪ টাকা পর্যন্ত। যেখানে গ্রেড-১৩ (সপ্তম সিপিসি বেসিক পে স্কেল ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা থেকে ২লক্ষ ১৫ হাজার ৯০০ টাকা) কিংবা গ্রেড-১৪ (পে স্কেল) এর জন্য, একজন কর্মচারীর হাতে বকেয়া ডিএ ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা।যা সরকারের পক্ষ থেকে প্রদান করার কথা।

আরও দাবি করা হয়েছিল, বকেয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে জাতীয় জেসিএম কাউন্সিল, ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি) এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মধ্যে এইমধ্যে এক প্রস্থ আলোচনা হয়েছে। কিন্তু চূড়ান্ত কিছু তখনও জানা যায়নি। আশা করা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হবে। কেন্দ্রের এক বার্ষিক রিপোর্ট অনুযায়ী, দেশে মোট ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মী রয়েছেন।

 

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?