স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১৮ ফেব্রুয়ারী।। ভারত বাংলাদেশ যৌথ প্রযুক্তিগত কমিটির সদস্যগণ আজ সাব্রুমের ফেনী নদীর পারস্থিত পানীয় জলের প্রকল্প ও সেচ প্রকল্পগুলি পরিদর্শন করেন।
সকাল সাড়ে ১০টায় মৈত্রী সেতুন দিয়ে বাংলাদেশের প্রতিনিধি দলটি ভারতে এলে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক সাজু ভাহিদ তাদের স্বাগত জানান।
সাব্রুম মহকুমার মহকুমা শাসক দেবদাস দেববর্মা, সেচ দপ্তর, জল সম্পদ দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকগণ জেলা শাসকের সঙ্গে ছিলেন।
বাংলাদেশ থেকে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম-এর প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলি প্রামানিক, বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য মোঃ মাহমুদুর রহমান সহ ১২ জনের প্রতিনিধি দল।
দুই দেশের প্রতিনিধিগণ মৈত্রী সেতু সংলগ্ন এলাকায় ফেনী নদীর পাড়ে নির্মিয়মান পানীয় জলের প্রকল্পের ও সেচ প্রকল্পের স্থান পরিদর্শন করেন।
প্রকল্পগুলির প্রকৌশলগত দিক নিয়ে দুদেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর কর্মকর্তার এই সময় উপস্থিত ছিলেন।