অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। আটলান্টিক সাগরে কার-ভর্তি একটি কার্গো জাহাজ ভেসে বেড়াচ্ছে, নেই কোনো ক্রু। ভুতুড়ে এই কাণ্ডের কারণ আগুন। জাহাজে আগুন ছড়িয়ে পড়লে কর্মীরা নেমে পড়তে বাধ্য হন।
সিএনএন জানায়, গত বুধবার উত্তর আটলান্টিকে কারবাহী ৬৫৬ ফুট দৈর্ঘ্যের ফেলিসিটি এইস জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরই জাহাজটি পরিত্যক্ত হয়ে পড়ে। জাহাজটি রয়েছে পোরশে ও ফক্সওয়াগনের মতো বিলাসবহুল গাড়ি।
চালানটি জার্মানি থেকে রোড আইল্যান্ডের দিকে যাচ্ছিল। পর্তুগালের নৌবাহিনী জানায়, আগুন ছড়িয়ে পড়ার সময় পর্তুগালের আজোরেস থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। কার্গো হোল্ডে আগুন ছড়িয়ে পড়লে ২২ জন ক্রু জাহাজ ত্যাগ করতে বাধ্য হন।
পর্তুগালের পোন্টা দেলগাদা মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের সমন্বয়ে উদ্ধার করে তাদের স্থানীয় হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। ফেলিসিটি এইস পানামা নিবন্ধনকৃত। এটি জাপানি শিপিং লাইন মিটসু ওএসকে লাইনস পরিচালনা করে।
বর্তমানে জাহাজটি তীরে টেনে আনার কাজ চলছে। ফেলিসিটি এইস ১৭ হাজার মেট্রিক টন কার্গো বহন করতে পারে। এই ওজনে কয়েক হাজার কার বহন করা যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবারও ওই জাহাজে আগুন জ্বলতে দেখা যায়।