অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। শচিন টেন্ডুলকার মাঠের ক্রিকেটকে বিদায় বলেছেন বেশ ক’বছর হলো। এখন তার ছেলে অর্জুন টেন্ডুলকার খেলছেন। মুম্বাই রঞ্জি দলের পাশাপাশি আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করছেন শচিনপুত্র।
যদিও আইপিএলে প্রথম একাদশে এখনো খেলার সুযোগ হয়নি অর্জুনের। এমন আবহে কিংবদন্তি পিতা শচিনের অকপট স্বীকারোক্তি, ছেলের খেলা তিনি সামনে বসে দেখেন না।
আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন অর্জুন। শচিনের ছেলেকে ৩০ লাখ রুপিতে কিনে নিজেদের স্কোয়াডে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরোয়া ক্রিকেটে সবে মাত্র নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেছেন অর্জুন।
এখন পর্যন্ত তেমন বলার মত পারফরম্যান্স করে উঠতে পারেননি। শচিন জানিয়েছেন, আজ পর্যন্ত কোনো দিন ছেলের খেলা দেখেননি তিনি। এক সাক্ষাৎকারে এই তথ্য খোলসা করেছেন শচিন।
এমন সিদ্ধান্তের পেছনে ঠিক কি কারণ রয়েছে তাও স্পষ্ট করে জানিয়েছেন। তার উপস্থিতি যাতে অর্জুনের ওপর অযথা চাপ না তৈরি করে, সেই জন্যেই এই সিদ্ধান্ত বলে জানান শচিন।
ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘বাবা-মায়েরা সন্তানের খেলা দেখার সময় তারা নিজেরা যেমন চাপে থাকে, তেমন চাপ অনুভব করে সন্তানও। সে কারণেই আমি মাঠে গিয়ে অর্জুনের খেলা দেখি না। ’
শচিন আরো বলেন, ‘অর্জুনকে সেই স্বাধীনতা দিতে চাই, যাতে ও ক্রিকেটের প্রেমে পড়ে। ও যেটা করতে চায়, সেটাই করতে দিতে চাই আমি। তাই ওর খেলা সামনে থেকে দেখি না। এতে ওর খেলার প্রতি ফোকাস থাকবে। আমিও চাইতাম না আমার পরিবারের কেউ খেলা দেখুক। যদি কোনো দিন অর্জুনের খেলা দেখি, তাহলে ওকে লুকিয়েই দেখব। ও যেন জানতে না পারে আমি মাঠে রয়েছি। কাউকেই জানাতে চাই না। ’উল্লেখ্য, আইপিএল দল মুম্বাইয়ে উপদেষ্টা হিসেবে রয়েছেন শচিন।