অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। কংগ্রেসকে পাশে পেলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
শুক্রবার আরজেডি প্রধানের সমর্থনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী একটি টুইট করেন। তিনি স্পষ্ট বার্তা দেন যে বিজেপি সরকারের রাজনীতির শিকার হয়েছেন লালু প্রসাদ।
তিনি লেখেন, ‘বিজেপি-র রাজনীতির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে, যারা তাদের কাছে মাথা নত করবে না, তাকে সব রকম ভাবে অত্যাচার করা হবে। আর এই রাজনীতির কারণেই লালুপ্রসাদ যাদবজিকে আক্রমণ করা হচ্ছে।
আশা করি সকলে ন্যায়বিচার পাবেন।’ উল্লেখ্য, সম্প্রতি পশুখাদ্য কেলেঙ্কারি (Fooder Scam) শেষ তথা পঞ্চম মামলাতেও দোষী সাব্যস্ত হন আরজেডি (RJD) প্রধান লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)।
এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। সিবিআইয়ের বিশেষ আদালত এদিন লালুকে দোষী সাব্যস্ত করলেও সাজা ঘোষণা করেনি। সাজা ঘোষণা হবে ১৮ ফেব্রুয়ারি। আগের চারটি মামলায় দোষী সাব্যস্ত হলেও জামিন পেয়ে গিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
২০২১-এর এপ্রিল মাস থেকে জামিনে মুক্ত আছেন লালু। এখন দেখার ফের তাঁকে জেলে যেতে হয় কিনা। এর আগে চারটি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী। তাঁর বিরুদ্ধে বকেয়া ছিল ডোরান্ডা ট্রেজারি মামলা।
শেষ পর্যন্ত পঞ্চম তথা ডোরান্ডা ট্রেজারি মামলাতেও দোষী সাব্যস্ত হলেন এই প্রবীণ রাজনীতিবিদ। ডোরান্ডা ট্রেজারি মামলায় মোট ১৩৯.৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে।
২৯ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি হয়। ওই দিন রায়দান সংরক্ষিত রেখেছিল আদালত। অবশেষে মঙ্গলবার বিশেষ আদালত সেই মামলার রায় ঘোষণা করল।