অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। পিএসজির চ্যাম্পিয়নস লিগ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা মনে করেন, এই ইউরোপিয়ান শিরোপা জেতায় হলো তাদের চূড়ান্ত লক্ষ্য।
একচ্ছত্র আধিপত্য দেখিয়ে লিগ ওয়ান-সহ ঘরোয়া সব শিরোপা জিতলেও এখনো ইউরোপের সর্বোচ্চ ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পরা হয়নি পিএসজির। অন্যদিকে বার্সেলোনার হয়ে মেসি সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছেন প্রায় সাত বছর হয়।
পিএসজি ও মেসি এবার কী সেই অপেক্ষার ইতি টানতে পারবে? অবশ্য এই অভিযানে ঠিক পথেই আছে ফরাসি জায়ান্টরা। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি।
মেসি মনে করেন, নিকট ভবিষ্যতে তারা এই প্রতিযোগিতার সব বাধা পেরিয়ে যেতে পারবেন। তবে সতীর্থদের সতর্ক করে দিয়ে জানান, এই অর্জনের পথ বেশ কঠিন। ক্লাবের এক ম্যাগাজিনে মেসি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতা খুব কঠিন।
কঠিন, কারণ এটা এমন এক আসর যেখানে সেরা দলগুলো খেলে। একটি ছোট ভুলও আপনাকে ছিটকে দিতে পারে। আমি মনে করি, দল হিসেবে আমরা এটা জেতার চেষ্টা করতে পারি। ’