অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। ফেরান তোরেসের পেনাল্টিতে ইউরোপা লিগের শেষ বত্রিশের প্রথম লেগে নাপোলির বিপক্ষে হার এড়িয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ১-১ গোলে ড্র করেছে জাভির দল।
প্রায় ১৮ বছর পর ইউরোপা লিগে প্রথম ম্যাচ খেলল বার্সা। তবে স্প্যানিশ জায়ান্টদের প্রথমার্ধেই চমকে দেয় নাপোলি। ২৯তম মিনিটে ডি-বক্সে নেওয়া পিওতর জিয়েলিনস্কির শট হাতে রুখে দিয়েছিলেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান।
তবে ফিরতি শটে বল জালে পাঠান পোলিশ মিডফিল্ডার। বিরতির পর সমতায় ফেরে বার্সা। আডামা ত্রাওয়ের ক্রস হুয়ান জেসুসের হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি।
৫৯তম মিনিটে স্পট-কিকে নাপোলি গোলরক্ষক আলেক্স মেরেটকে বোকা বানান তোরেস। এই গোলে যেন এক অস্বস্তি থেকেই বাঁচলেন ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার। ম্যাচ গোলশূন্য থাকাকালীন এক বড় সুযোগ হাতছাড়া করেছিলেন তোরেস। বক্সের ভেতর থেকে তার নেওয়া শট চলে যায় গোলপোস্টের বাইরে।
বার্সাকে জেতানোর মতো সুযোগও পেয়েছিলেন স্প্যানিশ তারকা। কিন্তু আবারও তার শট চলে যায় বারের ওপর দিয়ে। সাবেক আর্সেনাল স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অউবামেয়াং ছিলেন নিজের ছায়া হয়ে।
প্রথমবারের মতো বার্সার শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় ইউরোপা লিগে ঠাঁই হয়েছে জাভির শিষ্যদের। তবে ম্যাচটিতে নাপোলির চেয়ে বল দখল ও শটে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে। দু’দল ফিরতি লেগ খেলবে ২৪ ফেব্রুয়ারি, ইতালিতে।