অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। হ্যাগলি ওভালের উইকেট প্রথম দিন স্বর্গভূমি হয়ে উঠেছিল পেসারদের জন্য। তবে দ্বিতীয় দিন শাসন করলেন ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকাকে রান পাহাড়ের নিচে চেপে ধরেছে নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চ টেস্টে হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৪৮২ রানে প্রথম ইনিংস শেষ করেছে কিউইরা। ৩ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিক দল।
নিকোলস অষ্টম টেস্ট শতকের স্বাদ পেলেও একটুর জন্য হতাশ হতে হয়েছে নেইল ওয়াগনার ও টম ব্লান্ডেলকে। তবে আগেরদিন ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়া পেসার ম্যাট হেনরি ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে করেছেন ফিফটি।
ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে মাত্র এক রানের জন্য ফিফটি বঞ্চিত হয়েছেন ওয়াগনার। আর নার্ভাস নাইনটিতে ফিরতে হয় উইকেটরক্ষক ব্লান্ডেলকে। ৯৬ রানের ইনিংস খেলার পথে কলিন ডি গ্রান্ডহোমের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি।
তার আগে ৩৭ রানে দিন শুরু করে দ. আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও হ্যাগলি ওভালে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন নিকোলস। তার ১৬৩ বলে ১০৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চারে। নিকোলস-ব্লান্ডেলের পাশাপাশি বলতে হবে গ্রান্ডহোমের ইনিংসটির কথাও।
টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে ৪২ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। হ্যাগলি ওভালের উইকেট স্বাগতিক বোলার-ব্যাটারদের পূর্ণ সহযোগিতা করলেও উল্টো আচরণ করেছে প্রোটিয়াদের সঙ্গে।
আগেরদিন ৯৫ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা দ্বিতীয় দিনের শেষদিকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই হারিয়ে বসে ৩ উইকেট। তার মধ্যে দুই ওপেনার সেরেল আরউই ও অধিনায়ক ডিন এলগার ফিরেছেন খালি হাতে।
এইডেন মার্করামও ব্যর্থ ব্যাট হাতে। তবে পাল্টা আক্রমণে ২০ বলে ২২ রান করেছেন টেম্বা বাভুমা। ইনিংস ব্যবধানে হার এড়াতে রসি ফন ডার ডাসেনকে (৯) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন তিনি।