অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। নজিরবিহীন সাজা ঘোষণা করল গুজরাটের বিশেষ আদালত। আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় একসঙ্গে ৩৮ জনের ফাঁসির সাজা ঘোষণা করল আদালত।
দোষী সাব্যস্ত ৪৯ জন। দীর্ঘ ১৩ বছর ধরা চলা মামলার রায়দান হল এদিন। বলা যায় গুজরাটের বিশেষ আদালতের এই রায়দান ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এর আগে এই মামলায় ২৮ জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়।
২০০৮ সালে আহমেদাবাদে যে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাণ হারান ৫৬ জন। আহতের সংখ্যা কমপক্ষে ২০০। ওই ঘটনাতেই এদিন ৪৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে ৩৮ জনকে ফাঁসির সাজা (Death Sentence) দেওয়া হয়েছে।
বাকি ১১জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহেই ২৮ জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল।২০০৮ সালের ২৬ জুলাই গুজরাটের আহমেদাবাদে ৭০ মিনিটের মধ্যেই গোটা শহরজুড়ে পরপর ২১টি ধারাবাহিক বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের কয়েকদিন পরে সুরাট শহরের বিভিন্ন অংশ থেকে বোমা উদ্ধার হয়। আহমেদাবাদে মোট ২০টি এফআইআর ও সুরাটে ১৫টি এফআইআর দায়ের করা হয়। মোট ৩৫টি এফআইআর মিলিয়ে গুজরাট বিশেষ আদালতে শুনানি শুরু হয়। এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে জানা যায়, এই বিস্ফোরণের যড়যন্ত্র করেছিল ইন্ডিয়ান মুজাহিদিন নামের এক জঙ্গী গোষ্ঠী। মনে করা হয়, ২০০২ সালে গোধরা অগ্নিকাণ্ডের পরে গুজরাটে যে দাঙ্গা হয়, তারই বদলা নিতে এই নাশকতামূলক চক্রান্ত করেছিল এই জঙ্গি গোষ্ঠীটি।
২০০৯ সালের ডিসেম্বরে শুনানি শুরু হয়। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র করার অভিযোগের পাশাপাশি ইউপিএ ধারাতেও মামলা রুজু করা হয়। এই মিলিয়ে একহাজার ১০০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আজ সেই মামলার রায় ঘোষণা হল।